Jitben Blog

১০০০ টাকার মধ্যে ৫টি সেরা স্মার্ট ওয়াচ!

আমরা বর্তমানে অনেক আধুনিক হচ্ছি। বলতে গেলে প্রযুক্তি আর আধুনিকতা পাশাপাশি চলে । আর আধুনিকতা মানে স্মার্ট হওয়া আমরা বুঝি। তাই আপনার  নিত্যপ্রয়োজনীয় হাত ঘড়িটিও স্মার্ট হওয়া প্রয়োজন ।

এখন সেরা স্মার্ট ওয়াচ কোথায় পাবেন? আপনার জন্যে Jitben.com নিয়ে এসেছে কম দামে স্মার্ট ওয়াচ একদম বাজেটের মধ্যে। যদি আপনি স্টুডেন্ট হন, তবুও একটা স্মার্ট ওয়াচ এফরড করতে পারবেন।

কম দামে সেরা স্মার্ট ওয়াচ কিনতে চাইলে আপনাকে আর কোথাও যেতে হবে না। ঘরে বসেই পেয়ে যাবেন আপনার পছন্দের স্মার্ট ওয়াচ ফুল ক্যাশ অন ডেলিভারি তে।

চলুন জেনে নেই স্মার্ট ওয়াচের সুবিধা ও অসুবিধা এবং ১০০০ টাকার মধ্যে ভালো মানের ৫টি স্মার্ট ওয়াচ।

স্মার্ট ওয়াচ এর সুবিধা

আপনি যদি সেরা স্মার্ট ওয়াচ কিনতে চান, তাহলে অবশ্যই নিম্নের সুবিধাগুলো বিবেচনা করতে হবে।

  • বিরামহীন সংযোগ:

স্মার্ট ওয়াচএর একটি  অন্যতম সুবিধা হল, আমাদের ব্যবহৃত স্মার্ট বা এন্ড্রয়েড ফোনের সাথে সহজেই সংযোগ স্থাপন করা যায় মোবাইল নেট বা ওয়াইফাই ব্যবহার করে।  আপনি যদি বাসে বা লোকাল গাড়িতে ভিড়ের মধ্যেও দাড়িয়ে থাকেন এবং ফোন বের না করেও আপনার হাতের স্মার্ট ঘড়ির সাহায্যে কল রিসিভ, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশান, মেসেজ চেক করতে পারবেন।

  • স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিং:

আপনার হার্ট রেট, শ্বাসের গতি, রক্তচাপ, প্রতিদিন আপনি কত স্টেপ হাটলেন, এইসব হিসাব রাখতে পারে আপনার হাতের স্মার্ট ঘড়ি। এমনকি আপনার সারাদিনে কত ক্যালরি খরচ হল, ঘুম এবং বিশ্রাম ঠিকমত হচ্ছে কিনা সেটাও হিসাব রাখবে আপনার সেরা স্মার্ট ঘড়ি। তাই শত ব্যস্ততার মাঝেও ফিটনেস  নিয়ে আর ভাবতে হবে নাহ। আপনার হাতের এন্ড্রয়েড স্মার্ট ওয়াচ আপনাকে নিত্যদিনের রিপোর্ট দিতে পারবে।

  1.  সময় দেখা এবং অ্যাপ ব্যবহার:

আপনার স্মার্ট ওয়াচ এখন শুধু সময়-ই দেখায় না। এনালগ ঘরির সেসব দিন এখন পুরানো হয়ে গেছে। অ্যাপ ব্যবহার, আবহাওার পূর্বাভাস, গেম খেলা সব -ই করা যায় আজকাল স্মার্ট ঘড়িতে।

  • ভার্চুয়াল সহযোগী:

সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট কিংবা আলেক্সা আজকাল হয়ে উঠেছে প্রতিদিনের সঙ্গী। আপনার গানের প্লেলিস্ট থেকে শুরু করে, ওয়ার্কআউট রুটিন, মেডিসিন শিডিউল, ফুড টাইমিং আপনার আগে মনে থাকে আপনার ভার্চুয়াল সহকারির। এদের সাহায্যে ভয়েস কমান্ড দিয়ে গাড়ি চালাতে চালাতে কথা বলা, রাস্তার নির্দেশনা, ঠিকানা সবই দেখে নিতে পারবেন আপনার স্মার্ট ঘড়ির সাহায্যে ।

  • জিপিএস এবং নেভিগেশন:

নতুন কোথাও বেড়াতে যাওয়া বা অচেনা জায়গায় আপনার হাতের স্মার্ট ওয়াচটি হতে পারে আপনার দিক নির্দেশক । এখন আর বড় বড়  ম্যাপ নিয়ে ঘুরতে হয় না, পথ হারিয়ে মাইলের পর মাইল হাটতে হয় না বেহুসের মত। পথ ভুল করলে সঠিক পথ দেখানোর জন্য জিপিএস এবং নেভিগেশন সিস্টেমতো রয়েছেই।

স্মার্ট ফোনের পাশাপাশি স্মার্ট ঘড়িতেও এই ফিচার ব্যবহার করা যায়। তাই জীবন-যাত্রা হয়ে গেছে আগের চেয়ে অনেক সহজ। এতএব কম দামে স্মার্ট ঘড়ি কিনতে চাইলে আর দেরি করবেন না। ভিজিট করুন Jitben সাইট এ, আজই!!

১০০০ টাকার মধ্যে ভালো মানের ৫টি স্মার্ট ওয়াচ:

১। T800 Ultra Smart Watch

T800 Ultra Smart watch মডেলের ঘড়িতে রয়েছে ১.৯৯ ইঞ্চি ডিসপ্লে । এটি পুরুষ এবং মহিলা উভয়ের হাতেই মানাবে। এতে  আরও রয়েছে ৩০০ এম এ এইচের  দীর্ঘ সময় চলমান ব্যাটারি। দাম মাত্র ৬৯০ টাকা।

T800 Ultra Smart Watchঅন্যান্য বৈশিষ্ট্য এর মধ্যে থাকবে-

BUY NOW

  • Display: 1.99-inch IPS
  • Resolution: 240 x 285P
  • Battery: 350mAh Lithium
  • Protection: IP67 Waterproof
  • Calling Feature: Yes (Bluetooth)
  • Monitor: Hearth, Oxyzen, Sleep

২।  T800 Ultra 2 Smart Watch

T800 Ultra 2 Smart Watch২০০ এম এ এইচ ব্যাটারিচালিত ১.৯৯ ইঞ্চি ডিসপ্লের একটি ঘড়ি, যেখানে রয়েছে ৩২ এম র্যাম। ঘড়িটি দেখতে স্টাইলিশ এবং  শতভাগ পানিরোধক। দাম মাত্র ৮৯০ টাকা।

 এবার দেখে নেই T800 Ultra 2 Smart Watch স্মার্ট ঘড়ির কিছু বৈশিষ্ট্য –

BUY NOW

  • Battery: 200mAh
  • Display: 1.99-inch
  • RAM: 32m
  • Charging: Wireless System
  • Resolution: 240 x 296p
  • Monitor: Hearth, Oxyzen, Sleep

৩।S9 Ultra Smart Watch

S9 Ultra Smart Watch দেখতে যেমন স্টাইলিশ, তেমনি হাতে পরেও আরামদায়ক। একদম আপনার সামর্থ্যের মধ্যে কিনতে পারবেন ভালো মানের স্মার্ট ওয়াচ। এতে রয়েছে আপগ্রেড চিপ, ৩৮০ এম এ এইচের লিথিয়াম ব্যাটারি এবং আরও নানা ফিচার। দাম মাত্র ৯৯৯ টাকা।

S9 Ultra Smart Watchএর অন্যান্য বৈশিষ্ট্যেগুলি হলো-

BUY NOW

  • LCD:    2.02″
  • Battery  capacity:  200mAh
  • Charging method:  Wireless
  • Bluetooth call: Yes
  • Straps: Three
  • Motherboard size: 26.813.40.8mm
  • CPU: YC1130/YC1133
  • APP: Fit Pro
  • Bluetooth: 5.0+5.0 dual mode
  • Bluetooth Antenna: Soldering Wire
  • TP: COB capacitive touch
  • Side key: FPC key, support knob
  • Microphone: Support
  • G-sensor: Support
  • Heart rate sensor: Support
  • Horn: Support
  • Amplifier: Support
  • Motor:  Support
  • Earpiece: None, two-in-one with the speaker

৪। T900 Ultra 2 Smart Watch

T900 Ultra 2স্মার্ট ঘড়িতে রয়েছে এলুমিনিয়াম বডি। ২.১৯ ইঞ্চি ডিসপ্লে, টি ৯০০ আলট্রা ২ মাস্টার চিপ এবং ওয়ারলেস টার্জিং সুবিধা। বাজারে অন্যতম সেরা এই স্মার্ট ঘড়িটির দাম মাত্র ৯৫০ টাকা।

T900 Ultra 2স্মার্ট ঘড়িটির অন্যান্য বৈশিষ্ট্যেগুলি হলো-

BUY NOW

  • Battery:360mAh
  • Display:2.19” IPS Display
  • Build-in Game:Yes
  • Body Material:Aluminum
  • APP Name:Hiwatch Pro
  • Flash Memory:32MB+32MB
  • Resolution:320*386
  • Charging Method:Wireless
  • Monitor: Hearth, Oxyzen, Sleep

৫।K10 Ultra Smartwatch

বাজেটের মধ্যে K10 Ultra Smart Watchআপনার ডিজিটাল জীবনযাত্রার মান বাড়িয়ে দিবে। এতে রয়েছে ২.০২ ইঞ্চি ডিসপ্লে। জি সেন্সর সুবিধা। ব্লুটুথ কানেকশন সুবিধাসহ নানা ফিচার। এত সুবিধা সম্বলিত স্মার্ট ঘড়ির দাম মাত্র ১৪৯০ টাকা।

এবারে K10 Ultra Smart Watchএর আরও কিছু বৈশিষ্ট্য দেখে নেই –

BUY NOW

  • Closure Type Buckle
  • Water Resistance Level Water Resistant
  • GPS Geotagging Functionality Built-in GPS
  • Metrics Measured Blood Pressure, Heart Rate, Step Count, Distance
  • Band Material Type Silicone
  • Supported Application Fitness Tracker, Alarm, GPS
  • Clasp Type Push Button Deployant Clasp
  • Case Material Type Titanium
  • Touchscreen, Fitness Tracker, Sleep Monitor, Reminders, Messages, Phone, Alarm, Calendar, Camera, Heart Rate Monitor, MUSIC COMBO, Voice Call, Wireless Charging

স্মার্ট ওয়াচ এর অসুবিধা

স্মার্টওয়াচের অন্যতম অসুবিধা হচ্ছে আপনি যদি এর কার্যকর ব্যবহার করতে না পারেন কিংবা অতিরিক্ত এই স্মার্ট ঘড়ির উপর নির্ভরশীল হয়ে পড়েন। এছাড়া স্মার্টওয়াচের অতিরিক্ত ব্যবহারে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। যেমন- বিকিরণ, চোখের স্ট্রেন এবং বিভ্রান্তি। এছাড়া স্মার্টওয়াচগুলি দ্বারা নির্গত ব্লুটুথ এবং ওয়াই-ফাই সংকেতগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, তবে এই দাবিকে সমর্থন করার জন্য বর্তমানে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।

ভালো স্মার্ট ওয়াচ কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে:

  • অপারেটিং সিস্টেমঃ ভালো মানের স্মার্টওয়াচকেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে- এটি ফোনের সঙ্গে সংযুক্ত করা যায় কি না এবং কোন অপারেটিং সিস্টেমে চলে তা দেখে নেয়া। যেমন- এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এ যে স্মার্ট ঘড়ি কাজ করে, তা অ্যাপেল বা অন্য ডিভাইসে এ কাজ নাও করতে পারে। জেনে রাখুন, অ্যাপল ওয়াচ আইফোনের সঙ্গে কাজ করে। এতে থাকে ওয়াচ ওএস। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি স্মার্ট ওয়াচ গুলো চলে টাইজেন ও এসে। এছাড়া গুগলের ওয়্যার ও এস ব্যবহৃত হয় ফসিল, এলজিসহ অন্যান্য ব্র্যান্ডের স্মার্ট ওয়াচে। ফিটবিটের স্মার্টওয়াচ অবশ্য অ্যান্ড্রয়েড ও আইফোন উভয়ই সমর্থন করে।
  • ডিসপ্লেঃভালো স্মার্টওয়াচ কেনার আগে ডিসপ্লের বিষয়টিও মাথায় রাখতে হবে। বাজারে এখন রিয়েলমি ও অপোর মতো ব্র্যান্ডগুলো স্মার্টওয়াচ বাজারে আনছে। ফলে ক্রেতাদের সামনে নতুন নতুন পণ্য পছন্দ করার সুযোগ তৈরি হচ্ছে। তাই কেনার আগে অবশ্যই ডিসপ্লে সাইজ দেখে নিবেন। নিজের বাজেটের দিকে খেয়াল রেখে স্মার্টওয়াচ কিনতে পারেন। মনে রাখতে হবে, অ্যাপল ওয়াচে ও স্যামসাং গ্যালাক্সি ওয়াচে ব্যবহৃত হয় এলইডি ডিসপ্লে। অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রেও ডিসপ্লের ধরন দেখে নিতে হবে।
  • ব্যাটারিঃস্মার্টওয়াচ কেনার আগে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে এর ব্যাটারি সক্ষমতার দিকে। যাতে স্মার্ট ওয়াচে দীর্ঘসময় চার্জ থাকে। স্মার্ট ওয়াচ এর দাম এর পাশাপাশি এর ব্যটারি সক্ষমতাও চেক করে নিবেন।
  • বাজেটঃ আপনার বাজেট অনুযায়ী  স্মার্ট ওয়াচ পছন্দ করা খুবই জরুরি। কম দামে স্মার্ট ওয়াচ কিনলেও আপনার চাহিদা অনুযায়ী ফিচার পেলে তো ক্ষতির কিছু নেই।
  • ফিটনেস ফিচারঃ স্মার্ট ঘড়ি দাম দেখে যখন কিনছেনই, ফিটনেস ফিচার আছে কিনা দেখে কেনাটা বুদ্ধিমানের কাজ হবে। কেন বলছি? কারন আজকাল আমারা সবাই ব্যস্ত। তারপর কাজ শেষে ফিটনেসের দিকে এত নজর দেয়ার সময় কই? তাছাড়া ইদানিং লাইফস্টাইলের কারনে হৃদরোগ, শ্বাসকষ্ট আর স্ট্রোকের ঝুকি বেড়ে গেছে। অতঃপর  হেলথ  মনিটরিং জরুরি।
  • অ্যাপ ব্যবহারের সুবিধাঃ ভালো স্মার্ট ঘড়ি বা মোবাইল ঘড়ি কেনার সময় অ্যাপ ব্যবহারের সুবিধা আছে কিনা দেখে নিন। তাহলে আপনার স্মার্ট ঘড়ি থেকেই ফোন আর নানা ফিচার অপারেট করতে পারবেন। তাহলে আপনার সময় বাঁচবে এবং মালটিটাস্কিং হতে পারবেন সহজেই।

এবার বুঝলেন তো, কম দামে সেরা স্মার্ট ওয়াচ কিনতে চাইলে সু্যোগ আপনার হাতের নাগালেই। এক বছর ধরে আমিও টেকনোলোজি আর স্মার্ট পণ্যের জন্য jitben.com এর উপর ভরসা রাখি। কম দামে স্মার্ট ঘড়ি, স্টুডেন্ট বাজেটে কেনাকাটা সবই সম্ভব এখানে। তাহলে আর দেরি কেন?

FAQ:

কম দামে স্মার্ট ওয়াচ কোথা থেকে কিনব?

কম দামে যদি সেরা মানের স্মার্টঘড়ি কিনতে চান, তাহলে আস্থা রাখতে পারেন Jitben.com এর উপর। এখানে পাবেন এন্ড্রয়েড স্মার্ট ওয়াচ মাত্র ৮৫০ টাকা থেকে শুরু।

স্মার্ট ওয়াচ কত টাকা দাম?

একটি স্মার্ট ওয়াচ এর দাম সাধারণত নির্বর করে ব্র্যান্ড, কোয়ালিটি, ফীচার, এবং আফটার সেলস সার্ভিসের উপর। সাধারণত, একটি ভালো মানের স্মার্ট ওয়াচ ১০০০ টাকা থেকে ২০০০০ টাকা হয়ে থাকে।  তবে, ১০০০ থেকে ৩০০০ টাকার স্মার্ট ওয়াচ গুলোতে  অনেক অ্যাডভান্সড ফীচার গুলা পাবেন না, কিন্তু ঘড়ি চালানোর মতো সব ফীচারই পেয়ে যাবেন।

  1. T800 Ultra Smart Watch – ৳ ৮৯০,
  2. T800 Ultra 2 Smart Watch- ৳ ৮৯০,
  3. S9 Ultra Smart Watch– ৳ ৯৯৯,
  4. T900 Ultra 2 Smart Watch- ৳ ৯৫০,
  5. K10 Ultra Smart Watch- ৳ ১৪৯০

বাংলাদেশের সেরা স্মার্ট ওয়াচ প্রাইজ কত?

বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচ নিতে চাইলে HK9 Pro টা দেখতে পারেন, এই ঘড়িতে আপনি সব ফিচারই পেয়ে যাবেন। যদি আপনার বাজেট একটু বেশি থাকে তাহলে এই স্মার্ট ওয়াচ গুলো দেখতে পারেন S8 Ultra 4G, এবং S9 Ultra। আর যদি AMOLED ডিসপ্লে এর মধ্যে খুঁজছেন তাহলে এই ২টা বাজেটের মধ্যে সেরা স্মার্ট ওয়াচ Kieslect KR Pro Calling , Amazfit Band 7।

ভালো মানের স্মার্ট ওয়াচের দাম কত?

একটি ভালো মানের স্মার্ট ওয়াচ বলতে ব্র্যান্ড, কোয়ালিটি এন্ড ফিচারস সবার আগে বিবেচনায় রাখতে হবে।  সাধারণত, ২৫০০ থেকে ৫০০০ টাকা এর মধ্যে মোটামুটি ভালো মানের স্মার্ট ওয়াচ পাওয়া যায়, যা আপনি ২-৫ বছর পর্যন্ত ব্যবহার করতে পারেন। আপনি বাজেটের মধ্যে এই ঘড়ি গুলো দেখতে পারেন :

  1. Redmi Watch 2 Lite – ৳ 5,940
  2. Noise ColorFit Pro 4 Alpha Smartwatch -৳ 5,450
  3. Amazfit BIP 3 Pro – ৳ 5,640
  4. Haylou Watch 2 Pro – ৳2,999
  5. Xinji Cobee C1 Pro – ৳ 3,850
  6. Kieslect Lady Calling Watch Lora – ৳ 5,690

পরিশেষঃ

বাজারে আজকাল অনেক ধরনের স্মার্টঘড়ি পাওয়া যায়। তাই স্মার্টঘড়ি কেনার সময় আপনার বাজেট আর কি কি ফিচারের উপর গুরুত্ব দিচ্ছেন সেটা জানা জরুরী। যদি আপনার বাজেট একটু বেশি হয়, তাহলে ৩০০০ থেকে ৫০০০ টাকার মধ্যে ভালো স্মার্টঘড়ি পাবেন। এছাড়া আপনার বাজেট যদি ১০০০ টাকা বা তার কমও হয়, তবুও স্টুডেন্ট বাজেটে স্মার্টওয়াচ কিনতে পারবেন যা অনায়াসেই দুই বছর পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *