Jitben Blog

বাংলাদেশে ভালো মানের ইলেকট্রিক কেটলি দাম কত? সাশ্রয়ী দামে টেকসই কেটলি কেনার পরামর্শ

পানি গরম করার জন্য একটা মেশিন আমাদের ব্যস্ত জীবনের জন্য খুবই প্রয়োজন।  সেটা হতে পারে-একসাথে বেশি পানি গরম করার জন্য একটি গিজার বা অল্প পানি গরম করার জন্য একটি ইলেকট্রিক কেটলি।

আপনার জীবন সহজ করে দিতে পারে একটি গিজার বা ইলেকট্রিক কেটলির ব্যবহার। বিশেষ করে শীতকালে যখন গরম পানির বেশি প্রয়োজন হয়। বাড়ি, অফিস, রেস্টুরেন্ট, গেস্টহাউস কিংবা হোটেল—প্রতিটি স্থানেই এর প্রয়োজনীয়তা রয়েছে।
এখন হয়তো আপনি ভাবছেন, পানি গরম করার মেশিনের দাম কত হতে পারে? বাজারে ব্র্যান্ড, মডেল এবং ফিচারের উপর নির্ভর করে পানি গরম করার মেশিনের দাম ভিন্ন হতে পারে। আপনি হয়তো ভাবছেন, কোন মডেলটি কিনলে ভালো হবে এবং এর জন্য বাজেট কত রাখা উচিত। এই ব্লগে আমরা পানি গরম করার মেশিনের দাম নিয়ে বিস্তারিত আলোচনা করবো যাতে আপনি কিনতে গিয়ে সমস্যায় না পড়েন।

☀️ সেরা ৫ টি  ইলেকট্রিক কেটলি vs ইলেকট্রিক ওয়াটার হিটার:

পানি গরম করার মেশিন হিসেবে আপনি গিজার কিনতে পারেন। পানি গরম করার পাশাপাশি চাইলে সেটাতে পানি সংরক্ষণ করে রাখতে পারবেন। অথবা চায়ের জন্য অল্প পানি গরম করতে চাইলে একটি ইলেকট্রিক কেটলি কেনাটা আপনার জন্য যথেষ্ট হবে। চলুন এবার জেনে আসি, পানি গরম করার মেশিনের দাম কত হতে পারে। অনলাইন আর বাজার ঘেটে আপনাদের জন্য ভালো কিছু ইলেকট্রিক কেটলি আর গিজারের খোঁজ নিয়ে এসেছি।

১। Nova Electric Kettle | 2.5 Liter (ME-NK825)

Novaর এই ইলেকট্রিক কেটলিটি স্টেইনলেস স্টিলের তৈরি বিধায় এটি বেশ টেকসই হবে। এতে লাইট ইন্ডিকেটর পাবেন। এছাড়া এতে ৩৬০° রোটেশন বেইস রয়েছে। কেটলিটির আরও কিছু বৈশিষ্ট্য দেখে নিনঃ

Buy Now

  • Brand : Nova
  • Material: SS & Plastic
  • Capacity: 1.2 Liter
  • Power: 1800 Watt
  • Model : ME – NK825
  • AC:  220-240V
  • Warranty: 1 Year

Nova (ME-NK825) 2.5 Liter Electric Kettle এর দাম ১২০০ টাকা মাত্র।

╰┈➤ প্রোডাক্টটির বিস্তারিত জানতে ক্লিক করুন।

২। Prestige Electric Kettle | 1 Liter (ME-PK10PB)

Prestige এই  ইলেকট্রিক কেটলিটি গাড় সবুজ রঙের মধ্যে দেখতে বেশ চমৎকার আর মানানসই। আপনার রান্নাঘরে বেশ মানিয়ে যাবে। এতে একইসাথে পাওয়ার ইন্ডিকেটর লাইট আর র‍্যাপিড বয়েল টেকনোলোজি পাবেন। আরও কিছু বৈশিষ্ট্য দেখে নিনঃ

Buy Now

  • Product: Electric Kettle
  • Capacity: 1 Liter
  • Model: ME-PK10PB
  • Base: 360° Rotatable
  • Materials: SS inside Plastic Outside.

Prestige  (ME-PK10PB) 1 Liter Electric Kettle এর দাম পড়বে ১৩৫০ টাকা মাত্র।

╰┈➤ প্রোডাক্টটির বিস্তারিত জানতে ক্লিক করুন।

৩। Novena Electric Kettle | 1.2 Liter (NK50G)

Novena (NK50G) মডেলের কেটলিটি প্রথম দেখাতেই আপনার নজর কাড়বে। এতে কুল টাচ হান্ডেল, অটো শাট অফ ফিচার এবং পাওয়ারফুল হিটিং এলিমেন্ট থাকবে। এই কেটলিটির আরও কিছু বৈশিষ্ট্য দেখে নিনঃ

Buy Now

  • Product: Electric Kettle
  • Capacity: 1.2 Liter
  • Model: NK50G
  • LED Indicator Light: Available
  • Water Level Indicator: Transparent
  • Transparent Kettle Nose.

Novena (NK50G) 1.2 Liter Electric Kettle এর দাম পড়বে ১৬৯০ টাকা মাত্র। |

╰┈➤ প্রোডাক্টটির বিস্তারিত জানতে ক্লিক করুন।

৪। Prestige Electric Kettle | 2.3 Liter (OG 2316)

Prestige এর এই কেটলিটি লাল রঙের মধ্যে দেখতে খুব স্টাইলিশ। ২ লিটার+ ক্যাপাসিটির এই কেটলিটি বড় পরিবার বা কর্পোরেট অফিসের জন্য খুব ভালো হবে। বাসা বা অফিসের জন্য কিনতে চাইলে আগে এই কেটলিটির কিছু বৈশিষ্ট্য দেখে নিনঃ

Buy Now

  • Capacity: 2.3 L
  • Product: Electric Kettle
  • Model: OG-2316
  • Rotatable Base: 360 °

Prestige (OG 2316) 2.3 Litre Electric Kettle এর প্রাইজ ১২৯০ টাকা মাত্র।

╰┈➤ প্রোডাক্টটির বিস্তারিত জানতে ক্লিক করুন।

৫। Sokany Electric Kettle | 1 Litre (SK 0808)

মডার্ন মিনিমাম ডিজাইনের Sokany র কালো রঙের এই কেটলিটি ছোট পরিবার, মেস বা ব্যাচেলরদের জন্য ভালো হবে। এতে স্টেইনলেস স্টিল কন্সট্রাকশন এবং সেইফটির জন্য প্লাস্টিক কোটিং করা আছে। এছাড়া এতে পানির লেভেল ইন্ডিকেটর এবং ৩৬০° ঘূর্ণন বেইস পাবেন। কেটলিটির আরও কিছু বৈশিষ্ট্য দেখে নিনঃ

Buy Now

  • Brand: Sokany
  • Power: 1200Watt
  • Capacity: 1 Liter
  • Model: SK-0808

Sokany (SK 0808) 1 Litre Electric Kettle কেনার জন্য আপনাকে গুনতে হবে ১২৫০ টাকা মাত্র।

╰┈➤ প্রোডাক্টটির বিস্তারিত জানতে ক্লিক করুন।

পানি গরম করার জন্য ইলেকট্রিক কেটলি ছাড়াও গিজারের প্রয়োজন রয়েছে। গোসল, কাপড় ধোয়া আর গৃহস্থালির কাজের জন্য নিরবিছিন্ন গরম পানির সাপ্লাই দিতে পারে একটি গিজারের ব্যবহার। তবে বাজারে দুই ধরনের গিজার পাবেন। আগে পার্থক্য দেখে আসিঃ

☀️ ইনস্ট্যান্ট vs স্টোরেজ ওয়াটার হিটার:

  • ইনস্ট্যান্ট ওয়াটার হিটার:  ইনস্ট্যান্ট ওয়াটার হিটার এর দাম তুলনামূলক কম। আপনি যদি দ্রুত আর ইনস্ট্যান্ট  গরম পানি চান, তাহলে এই গিজারগুলো দেখতে পারেন।  বাজেটের মধ্যে পেয়ে যাবেন  এবং ছোট জায়গা বা পরিবারের ব্যবহারের জন্য আদর্শ। ইনস্ট্যান্ট গিজারের দাম  সাধারণত ৩,০০০ থেকে ৮,০০০ টাকার মধ্যে হতে পারে।

  • স্টোরেজ ওয়াটার হিটার: আর যদি বেশি পানি গরম করতে চান এবং দীর্ঘক্ষণ গরম পানির সাপ্লাই চান সেইক্ষেত্রে বাজেট বাড়িয়ে স্টোরেজ ওয়াটার হিটার কিনলে ভালো করবেন।  এই ওয়াটার হিটারগুলোর দাম ৯০০০ থেকে  ২০,০০০ টাকার মধ্যে  পাবেন।

☀️ পানি গরম করার মেশিন সম্পর্কে আলাপ করছি। গিজার আপনার পানি গরম করার কাজেই ব্যবহার হয়। কিন্তু কোন গিজারটা কিনলে ভালো হবে? বাজেট- ফ্রেন্ডলি কিছু গিজার সম্পর্কে  জেনে আসি চলুনঃ

১। Aristo Horizontal Series 30L Store Water Geyser

৩০ লিটারের এই স্টোরেজ গিজারটি ১০-১২ ঘন্টা পর্যন্ত গরম পানি সংরক্ষণ করতে পারবেন। এটি আবসিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউজে ব্যবহারের জন্য একদম পারফেক্ট হবে। Aristo এর গিজারটিতে ১ বছরের ওয়ারেন্টিও পাবেন। চলুন আরও কিছু বৈশিষ্ট্য দেখে নিনঃ

Buy Now

  • Brand: Aristo
  • Model No: 30 Y8D
  • Body:  SS Tank + PVC
  • Storage: 30 Liter
  • Water Flow: 1.5L/mnt
  • Weight: 13Kg
  • Keep Water Warm: 12 Hours
  • Color: White
  • Place of Origin: Made In China
  • Energy Saving: 60%
  • Warranty: 1 Year

Aristo Horizontal Series Store Water Geyser (30L) এর দাম পড়বে ১৪,৫০০ টাকা মাত্র।

╰┈➤ প্রোডাক্টটির বিস্তারিত জানতে ক্লিক করুন।

২। Vigo 45L Prime Geyser

আপনি যদি প্রিমিয়ার কোয়ালিটির গিজার কিনতে চান, তাহলে Vigo Prime Geyser টি আপনার জন্য একদম পারফেক্ট চয়েজ হবে। এর ক্যাপাসিটি অনেক বেশি। ৪৫ লিটার পানি ধারণ ক্ষমতা রয়েছে এই গিজারটির। প্লাস এতে ২ বছরের ওয়ারেন্টি পাবেন। ইতালিতে প্রস্তুতকৃত এই গিজারটির আরও কিছু বৈশিষ্ট্য দেখে নিনঃ

Buy Now

  • Power: 1500W
  • Body:  Stainless Steel
  • Storage: 45 Liter
  • Water Flow: 2.0L/mnt
  • Thermostat : Auto
  • Made In : Italy
  • Warranty: 2 Years

Vigo Prime Geyser (45L) এর কেটলির দাম পড়বে ৯১২৫ টাকা মাত্র।

╰┈➤ প্রোডাক্টটির বিস্তারিত জানতে ক্লিক করুন।

৩। Aristo Compact Series 30L Store Electric Geyser | 30 CS-2

এই কমপ্যাক্ট গিজারটিতেও ৩০ লিটার ক্যাপাসিটি রয়েছে। বাসা- বাড়িতে, হোটেল, অফিস সব জায়গাতেই এই গিজারটি ইন্সটল করতে পারবেন এবং ব্যবহার করবেন। আরও কিছু বৈশিষ্ট্য দেখে নিনঃ

Buy Now

  • Brand: Aristo
  • Model No: 30 CS-2
  • Body:  SS Tank + PVC
  • Storage: 30 Liter
  • Water Flow: 1.5L/mnt
  • Color: White
  • Place of Origin: Made In China
  • Warranty: 1 Year

Aristo (30 CS-2) Compact Series Electric Geyser (30 L) গিজারের দাম পড়বে ১৩২০০ টাকা মাত্র।

╰┈➤ প্রোডাক্টটির বিস্তারিত জানতে ক্লিক করুন।

৪। Maharaja Storage Water Heater Ednis-WH-175 | 25L

আপনার বাজেট যদি একটু বেশি হয় তাহলে Maharaja ব্র্যান্ড এর এই গিজারটি দেখতে পারেন। ২৫ লিটারের এই বিশাল ক্যাপাসিটির গিজারে ২০০০ ওয়াট পাওয়ারের পাশাপাশি ৫ বছরের ট্যাংক ওয়া্রেন্টি পাচ্ছেন। চটপট আরও কিছু বৈশিষ্ট্য দেখে নিনঃ

Buy Now

  • Dimensions: 41 x 39 x 59 Cm
  • Weight: 9.8 kg
  • Capacity: 25 Liter
  • Power: 2000 Watt
  • Material: Acrylonitrile Butadiene Styrene
  • Color: White
  • Tank Warranty: 5 Years

Maharaja Storage Water Heater (25L) এর জন্য আপনাকে গুনতে হবে ১৫৯০০ টাকা।

╰┈➤ প্রোডাক্টটির বিস্তারিত জানতে ক্লিক করুন।

☀️ বাংলাদেশে পানি গরম করার মেশিনের দাম এর পার্থক্য কেন হয়?

পানি গরম করার মেশিন কিনতে গেলে দাম এক এক রকম হবেই। কেটলি হোক বা গিজার, কিছু সাধারণ বিষয়ের কারনেই পানি গরম করার মেশিনের দামের তফাৎ হয়।

  • বাজারে দাম ও ভ্যারিয়েশন:

পানি গরম করার মেশিন বাজারে বিভিন্ন ভ্যারিয়েশনে পাওয়া যায়। সাইজ, ব্র্যান্ড ও মানের উপর নির্ভর করে সাধারণত দাম ভিন্ন হয়।কেটলির ক্ষেত্রে ক্যাপাসিটি, সাইজ, ম্যাটারিয়ালের উপর নির্ভর করে দামে ভিন্নতা আসে। আর পানি গরম করার মেশিনের মধ্যে ইনস্ট্যান্ট হিটারের তুলনায় স্টোরেজ ওয়াটার হিটারগুলোর দাম সাধারণত বেশি হয়। কারণ স্টোরেজ হিটারের সক্ষমতা, ক্যাপাসিটি, পানি ধরে রাখার ক্ষমতা ইনস্ট্যান্ট হিটারের চেয়ে বেশি হয়।

  • ব্র্যান্ড ও মান:

ব্র্যান্ডের উপর ভিত্তি করে পানি গরম করার মেশিনের দাম ভিন্ন হতে পারে। বাজারে পরিচিত ইলেকট্রিক কেটলি ব্র্যান্ড যেমন-  Panasonic, Bajaj, Miyako, Novena, Nova ইত্যাদি দাম ও মানের দিক থেকে আলাদা হয়ে থাকে। যেমন- 2 লিটারের Bajaj Kettle সর্বনিম্ন ১০০০ টাকায় পাবেন। অন্যদিকে Novena এর ২ লিটারের Electric Kettle এর দাম  ১৬০০ টাকা থেকে শুরু।

  • ওয়ারেন্টি ও পরবর্তী সার্ভিস:

যেসব কেটলিতে ওয়ারেন্টি ও রিপ্লেসমেন্ট সার্ভিস থাকে, সেসব ব্র্যান্ড আর কোম্পানিগুলো ইলেকট্রিক কেটলির দাম বেশি রাখে। তখন তাদের ওয়ারেন্টি কার্ড অবশ্যই প্রোডাক্টের সাথে বুঝে নিবেন। বেশিরভাগ ব্র্যান্ড ১ থেকে ৫ বছরের ওয়ারেন্টি অফার করে, যা দাম নির্ধারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারন দীর্ঘ মেয়াদী ওয়ারেন্টি সুবিধা পাওয়া গেলে তা ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ খরচ কম হতে পারে। তাই কোম্পানিগুলো ইলেকট্রিক কেটলি দাম একটু বেশি রাখে। অন্যদিকে গিজারের জন্য সাধারণত কোম্পানিগুলো ২- ৫ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে।

  • ক্ষমতা ও সাইজ অনুযায়ী দাম:

পানি গরম করার মেশিনের দাম ক্ষমতা ও সাইজের উপর দাম নির্ভর করে। ১৫ লিটারের হিটারের দাম কম হতে পারে। যেখানে ২৫ বা ৩০ লিটারের মডেলের জন্য বাজেট আরও বেশি হতে হবে। এছাড়া ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ খরচের পরিমাণও বাড়ে। একইভাবে, ইলেকট্রিক কেটলির ক্ষেত্রেও ২ লিটার ক্যাপাসিটির কেটলির দাম ১ লিটার ক্ষমতার কেটলির চেয়ে বেশি হবে। এভাবেই পানির মেশিনের দামের ভিন্নতা আসে।

  • বিদ্যুৎ সাশ্রয়ী মডেল:

বিদ্যুৎ সাশ্রয়ী মডেলগুলোর দাম সাধারণত অন্য মডেলের তুলনায় বেশি হয়। গিজার বা ইলেকট্রিক কেটলি দুই ধরনের Appliance এর ক্ষেত্রে এই তথ্য প্রযোজ্য। তবে  বিদ্যুৎ সাশ্রয়ী মডেলে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খরচ কম হয়, যা অর্থ সাশ্রয় করতে সাহায্য করে। গিজারের ক্ষেত্রে এ ধরনের মডেলের দাম বাজেটের মধ্যে  ১০,০০০ টাকা থেকে শুরু হয়ে ২৫,০০০ টাকার মধ্যে হতে পারে।

☀️ পানি গরম করার মেশিন নির্বাচনের সময় বিবেচ্য বিষয়:

  • ব্যবহারের স্থান: পানি গরম করবেন এবং কি কাজে মেশিন কিনতে চাইছেন সেটা গুরুত্বপূর্ণ। বাথরুম, রান্নাঘর বা অন্যান্য স্থানে ব্যবহারের জন্য উপযুক্ত মেশিন নির্বাচন করা জরুরী।

  • ধারণক্ষমতা: পরিবারের সদস্যসংখ্যা ও প্রয়োজন অনুযায়ী মেশিনের ধারণক্ষমতা নির্ধারণ করবেন। স্বাভাবিকভাবেই, বড় পরিবারের জন্য বেশি ধারণক্ষমতার মেশিন দরকার হবে।

  • বিদ্যুৎ সাশ্রয়: পানি গরম করার মেশিন কিনতে হলে এনার্জি এফিশিয়েন্ট মডেল বেছে নিন। ইলেকট্রিক কেটলি বা গিজার যা আপনার বিদ্যুৎ খরচ কমাবে।

  • নিরাপত্তা: ইলেকট্রিক কেটলি কেনার ক্ষেত্রে  অটোমেটিক শাট-অফ ও ওভারহিট প্রটেকশন সুবিধাযুক্ত মডেল নির্বাচন করুন। এছাড়া গিজার কিনতে হলে অটোমেটিক থারমোস্টেট এবং হিট প্রটেকশন সুবিধা আছে কিনা দেখে নিন।

এখন আপনার প্রয়োজন ও বাজেট অনুযায়ী উপরের বিকল্পগুলোর মধ্যে থেকে সেরা মেশিনটি বেছে নিতে পারেন। আর  উপরোক্ত পয়েন্টগুলো আপনাকে পানি গরম করার মেশিন কেনার আগে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

FAQ: (বহুল জিজ্ঞাসিত প্রশ্ন )

  • পানি গরম করার মেশিনের দাম কত?

পানি গরম করার মেশিনে যদি গিজার কিনেন, তার দাম সাধারণত ২,০০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকা বা তার বেশি হতে পারে। আর যদি ইলেকট্রিক কেটলি কিনেন, সেইক্ষেত্রে দাম ৯০০ টাকা থেকে শুরু হবে। এটি আশোলে  নির্ভর করে প্রোডাক্টের মডেল, ব্র্যান্ড, ও ক্ষমতার উপর।

  • বিভিন্ন ধরনের পানি গরম করার মেশিনের মধ্যে কোনটি সবচেয়ে ব্যয়বহুল?

পানি গরম করার মেশিনের মধ্যে ইলেকট্রিক হিটারের চেয়ে গিজারের দাম বেশি। এছাড়া ব্র্যান্ড, ক্যাপাসিটি, ওয়া্রেন্টি ইত্যাদি কারনে দামের পার্থক্য হয়ে থাকে। তবে উন্নত প্রযুক্তি হলে গিজার এবং কেটলি  দুটোই ব্যয়বহুল হবে।

  • বাজেটের মধ্যে ভালো একটি পানি গরম করার মেশিন পেতে কোন ব্র্যান্ডের দিকে নজর রাখা উচিত?

বাজারে সাশ্রয়ী মূল্যে ভালো মানের পানি গরম করার মেশিন ইলেকট্রিক কেটলি সরবরাহকারী জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে Panasonic, Bajaj, Miyako, Novena,Walton, Miyako, Vision উল্লেখযোগ্য। আর গিজার কেনার জন্য ভরসা রাখতে পারেন Vigo, Maharaja, Aristo, Philips ব্র্যান্ডের উপর।

  • ইনস্ট্যান্ট ওয়াটার হিটার এবং স্টোরেজ ওয়াটার হিটারের মধ্যে পার্থক্য কী?

ইনস্ট্যান্ট ওয়াটার হিটার পানিকে দ্রুত গরম করে দেয় এবং বেশি জায়গা নেয় না। অন্যদিকে স্টোরেজ ওয়াটার হিটার পানিকে ধরে রাখে এবং বেশি পানি একইসাথে গরম করতে পারে।  ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ছোট পরিবারের জন্য রেকমেন্ড করা হয়। আর বড় পরিবার আর ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য ভালো।

  • পানি গরম করার মেশিন স্থাপনের জন্য কী কোনো বিশেষ ব্যবস্থা নিতে হয়?

হ্যাঁ। পানি গরম করার মেশিন স্থাপনের জন্য ভালো মানের পানি সংযোগ এবং বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে হবে। রেগুলার সংযোগ চেক করতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে।

  • পানি গরম করার মেশিন কেনার পর ওয়ারেন্টি কভারেজ কতটা গুরুত্বপূর্ণ?

পানি গরম করার মেশিন ওয়ারেন্টি কভারেজ গুরুত্বপূর্ণ।  কারণ এটি আপনার মেশিনে কোনো সমস্যা হলে কোম্পানি  বিনামূল্যে আপনাকে সার্ভিস দিবে। মটর চেঞ্জ দরকার হলে করে দিবে এবং রিপ্লেসমেন্ট দেয়ার প্রয়োজন হলে করে দিবে। সাধারণত কেটলিগুলো ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত এবং গিজারগুলো ১- ৫ বছর পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকে।

উপসংহার:

এই ব্লগটি পড়ে আপনারা জানলেন, পানি গরম করার মেশিনের দাম বিভিন্ন হবেই। এটি সাধারণত নির্ভর করে মডেল, ক্ষমতা এবং ব্র্যান্ডের উপর। গিজার হোক বা ইলেকট্রিক কেটলি, আপনার বাজেট এবং প্রয়োজন অনুযায়ী সঠিক পণ্যটি নির্বাচন করা গুরুত্বপূর্ণ।

বাজার ঘুরে বিভিন্ন মেশিনের ফিচার ও দাম সম্পর্কে ভালো ধারণা নিতে পারলে আপনি নিজের প্রয়োজন মেটানোর জন্য সেরা সিদ্ধান্ত নিতে পারবেন। আশা করি, এই ব্লগ আপনাকে আপনার উপযোগী পানি গরম করার মেশিন বেছে নিতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *